প্রকাশ: ২৬ মে ২০২০, ১৮:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক প্রবাসী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২৩১ বাংলাদেশির প্রাণ ঝরলো করোনা মহামারিতে।হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার সোমবার রাতে জানান, ঈদের দিন রবিবার জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকার মো. আবু আহসান (৭৪) এবং বাফেলোতে ইব্রাহিম হোসেন বাসিত (৫৬) মারা গেছেন। এর আগেরদিন শনিবার ফ্লাশিং হাসপাতালে মারা যান হাজী মজিবর রহমান (৭১)।
নিউইয়র্ক অঞ্চলের সবর্বহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে করোনায় মারা যাওয়া অসহায় প্রবাসীদের দাফনে শতাধিক কবরের জায়গা প্রদান করা হয়েছে বলেও জানান রহিম হাওলাদার। এছাড়া অনেক দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছে এই সংগঠন। এছাড়া চট্টগ্রাম সমিতি, সন্দ্বীপ সোসাইটি, জালালাবাদ সমিতি, বিয়ানিবাজার সমিতিসহ বেশ কটি আঞ্চলিক সংগঠনের পক্ষ্য থেকেও লাশ দাফনের জন্যে কবরের জায়গা দেয়া হয়। উল্লেখ্য, নিউইয়র্ক এবং নিউজার্সিতে এসব কবরের জায়গা কয়েক বছর আগেই ক্রয় করা হয়।