প্রকাশ: ২৬ মে ২০২০, ১৫:৫৬
বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেনই না। অচেনা ভাইরাস প্রতিদিনই কেড়ে নিচ্ছে অসংখ্যা প্রাণ। আক্রান্তের তালিকাতেও প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন হাজারো নাম।চীনের উহান থেকে বিশ্বব্যাপী প্রাণসংহারি ভাইরাসটি ছড়িয়ে পড়লেও এখন কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে।সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৮৮ হাজার ৩৫৬ জন।
কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।