প্রকাশ: ২৫ মে ২০২০, ২:৫
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি দীর্ঘ মেয়াদি হওয়ায় মাথার চুল নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। অনেকে বাধ্য হয়েই যাচ্ছেন সেলুনে। এবার সেই সেলুন থেকে করোনায় আক্রান্ত হলেন ১৪০ জন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশৌরি রাজ্যে।
গ্রেট ক্লিপস নামক ওই হেয়ারস্টাইল সেলুনে কাজ করা একজন গত শনিবার করোনা পজিটিভ হন। পরে তার মাধ্যমে আক্রান্ত হন ৫৬ জন। একই সেলুনের আরো একজন করোনায় আক্রান্ত হয়ে আরো ৮৪ জনকে করোনা পজিটিভ করেন। এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। -খবর সিএনএনের।