প্রকাশ: ২৫ মে ২০২০, ১৮:৪০
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫) ও ছেলে আহসানুল আলমও (২৬) করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাতে এই তথ্য জানানো হয়। আক্রান্ত দুজনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভাগীয় সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান গণমাধ্যমকে বলেন, মাসুদ সাহেবের মা এবং ছেলে আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।