প্রকাশ: ২৪ মে ২০২০, ১৯:২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। এই প্রথম করোনাভাইরাসে কোনো পরিদর্শক মারা গেলেন। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনায় মারা গেলেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান।
তিনি আরও জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। কর্মস্থল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।