প্রকাশ: ২৪ মে ২০২০, ১৭:২২
ভারতে একদিনের ব্যবধানে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময় মারা গেছেন ১৪৭ জন।রোববার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আর সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন।অন্যদিকে, করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৫২ লাখ ৭১ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ১৯৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৩৯২ জন।