প্রকাশ: ২৪ মে ২০২০, ৬:১২
মহামারী করোনাভাইরাসের নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্পেনের প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভিন্নধর্মী বিক্ষোভ করেছে দেশটির হাজারো মানুষ। শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় বিক্ষোভ করতে হাজারো মানুষ গাড়ি নিয়ে নেমে আসেন। এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দেশটির কট্টর ডানপন্থী ভক্স পার্টি।
বিক্ষোভের সময় গাড়িতে থেকেই দলীয় পতাকা প্রদর্শন ও হর্ন বাজিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াসের পদত্যাগ দাবি করেন তারা। তবে গাড়ির বাইরে বের হননি কেউ।