প্রকাশ: ১৮ মে ২০২০, ৪:৪৪
এক ধাক্কা নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।
সোমবার (১৮ মে) রাত ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১৩ জন।
নাটোর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, ‘আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। নাটোর জেলার ৪০০ নমুনা প্রক্রিয়াধীন ছিল।
এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা বলা যাবে বলে জানান তিনি।