প্রকাশ: ১৮ মে ২০২০, ২০:১
নোয়াখালীতে একদিনে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ১৭৪ জনে। শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন।সোমবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ১৬ ও ১৭ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৭ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।