গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৫৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে এ ভাইরাসে ৬ জন আক্রান্ত হয়েছে।রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৪ জন, কালিয়াকৈর উপজেলায় ১ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৬ হাজার ১৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৩০৯ জনের।