ভূরুঙ্গামারীতে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৭ই মে ২০২০ ০১:৩৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য করোনা আক্রান্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত পরিবারের দুই সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ৭ এপ্রিল  ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামের এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হলে রাতেই উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ী লক ডাউন করে দেয় এবং পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে ওই পরিবারের দুই সদস্যের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। করোনা পজিটিভ দু’জনের একজন মহিলা যার বয়স ৫০ বছর এবং অপরজন ১০ বছরের শিশু।ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম নতুন করে ২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইনিউজ ৭১/ জি.হা