লকডাউনে রাস্তায় বেরিয়ে ঝগড়া কেন? ঠেকাতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে দেন এক পুলিশ সদস্য। মৃত্যু হয় দুই ভাইয়ের। অভিযোগ ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার আমডাঙা গ্রাম। শনিবার সকালে বিজেপি সাংসদ অর্জুন সিং এলাকায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে গ্রামবাসীদের সাহায্যে গ্রামে ঢোকেন অর্জুন সিং।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার আমডাঙার তেঁতুলিয়ায় বাসিন্দা সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের মধ্যে ঝামেলা লেগেই থাকত। সম্পর্কে তারা আপন ভাই। শুক্রবার রাতে তা চরমে ওঠে। কথা কাটাকাটি, বচসা হাতাহাতিতে গড়ায়। এরপর ঝগড়া থামাতে সন্তোষ পাত্র নামে এক পুলিশ সদস্য এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন ৩জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুমন্ত ও অরূপকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত পুলিশ সদস্য পলাতক। ঘটনা তদন্তে নেমেছে আমডাঙ্গা থানা পুলিশ। শনিবার সকাল থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আরএএফ সদস্যরা।
বিজেপি সাংসদ অর্জুন সিং সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। পুলিশ বাধা দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, পরে অবশ্য তিনি গ্রামে ঢোকেন। মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অর্জুন সিং বলেন, 'এই ঘটনার কিভাবে ব্যাখ্যা করব? পুলিশ আবার আমাকেই ঢুকতে বাধা দিচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে।' সূত্র- জি নিউজ।