প্রকাশ: ১৫ মে ২০২০, ৩:৪০
বিশ্বের সব দেশগুলোর মতো ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবার আক্রান্তের তালিকায় চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের।