প্রকাশ: ১৫ মে ২০২০, ১৬:২৮
জাপানের ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সুমো কুস্তিগীরের মৃত্যু হয়েছে।সুবোশি নামে পরিচিত মৃত সুমো কুস্তিগীরের মূল নাম কিউটাকা সুয়েটাকে। করোনায় শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্থ হওয়ায় মৃত্যু বরণ করেন তিনি।