কুড়িগ্রামে নতুন ৩ জনসহ মোট আক্রান্ত ৩৮
কুড়িগ্রাম জেলায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৩ মে (বুধবার) রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তারমধ্যে তিনজনের ফলাফল পজিটিভ।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, এই তিনজনের মধ্যে দুইজন কুড়িগ্রাম পৌরসভার হাসপাতাল পাড়ার ২৫ বছর বয়সী এক গৃহবধূ এবং ভোকেশনাল মোড় এলাকার ৩২ বছর এক যুবক। আর অপরজন হচ্ছেন চিলমারী উপজেলার ২৬ বছর বয়সী এক যুবক।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে ১৩ মে পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪৬২ জন। মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৩৮৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৭৩২ জনের। তারমধ্যে ৩৮ জনের ফলাফল পজিটিভ এসেছে। ইতিমধ্যে ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।