প্রকাশ: ১২ মে ২০২০, ২১:২১
এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় তাণ্ডব চালিয়ে গত এপ্রিলেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনে। এ ভাইরাসের তাণ্ডব এতটাই বেড়েছে যে, প্রাচীন এক উপজাতি বিলুপ্তির পথে। ওই উপজাতির নাম সেইকোপাই।
বর্তমানে সেইকোপাই উপজাতির সংখ্যা ৭৪৪৷ তার মধ্যে ১৫ জনের করোনা ধরা পড়েছে। উপজাতিটির দুই প্রবীণ নেতা মারা গিয়েছেন করোনায়৷ চিন্তার বিষয় হচ্ছে, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবার সঙ্গেই মিশেছেন।