প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৬:৫৭
কুমিল্লায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ১১ দিনে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা টেস্টে পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শিশুসহ দুজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।গত ৭ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া এসব ব্যক্তি জেলার মুরাদনগর, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, দাউদকান্দি ও হোমনা উপজেলার বাসিন্দা। তাদের সবার জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।
ইনিউজ ৭১/ জি.হা