প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৬:২৪
করোনায় মৃত্যুর মিছিলে এবার যুক্ত হল লন্ডনের বাংলাদেশি কমিউনিটি নেতা রউফুল ইসলাম। কোভিড-১৯ প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে ১৬ দিন যুদ্ধ করে শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টার দিকে কুইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি ।