প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৫:৫৪
শেরপুরে দুই চিকিৎসক ও এক ওসিসহ নতুন করে ছয় করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী সনাক্ত হলো।
এ ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফসহ জেলার ৩২ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এসব নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে প্রথম করোনা সনাক্ত হওয়া দুই নারী ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।