করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের পরে এবার বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৭ই এপ্রিল ২০২০ ০৯:৩৩ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের পরে এবার বোনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে হোম কোয়ারেন্টিনে থাকা বোনের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর করোনা উপসর্গ নিয়ে মশুরা গ্রামের সালমা বেগম (৫৩) মৃত্যু হয়।এর আগে গত ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা উপসর্গ নিয়ে সালমা বেগমের ভাই সেলিম খানের মৃত্যু হয়েছিল।এরপর থেকে নিহত সেলিম খানের বাড়ির তিনটি পরিবারের ১২ জন সদস্য হোম কোয়ারেন্টিনে ছিলেন। এদিকে ভাই মারা যাওয়ার তিন দিনের মাথায় কোয়ারেন্টিনে থাকা বোনের মৃত্যু হওয়ার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার জয়ন্ত্রী রূপা রায় বলেন, গত তিনদিন আগে করোনা উপসর্গ নিয়ে সেলিম খান (৫৫) নামে ভোজেশ্বর বাজারের নৈশপ্রহরী মারা যাওয়ায় ওই বাড়ির তিনটি পরিবারের ১২জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।আজ তিনদিন পর হোম কোয়ারেন্টিনে থাকা নিহত সেলিমের ছোট বোন সালমা বেগম (৫৩) দুপুর দেড়টায় মারা যান। এ অবস্থায় তাদের বাড়ির বাকী ১১ সদস্যকে প্রাতিষ্ঠানিক অথবা সম্পূর্ণভাবে অবরুদ্ধ রাখার চিন্তা করছি।ইতিমধ্যে ঘটনাস্থলে আমাদের মেডিকেল টিম ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা গিয়েছেন। এছাড়া ওই পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

ইনিউজ ৭১/ জি.হা