প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৩:৩৩
শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে হোম কোয়ারেন্টিনে থাকা বোনের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর করোনা উপসর্গ নিয়ে মশুরা গ্রামের সালমা বেগম (৫৩) মৃত্যু হয়।এর আগে গত ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা উপসর্গ নিয়ে সালমা বেগমের ভাই সেলিম খানের মৃত্যু হয়েছিল।এরপর থেকে নিহত সেলিম খানের বাড়ির তিনটি পরিবারের ১২ জন সদস্য হোম কোয়ারেন্টিনে ছিলেন। এদিকে ভাই মারা যাওয়ার তিন দিনের মাথায় কোয়ারেন্টিনে থাকা বোনের মৃত্যু হওয়ার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।