শেরপুরে ২ চিকিৎসক ও এক পুলিশসহ করোনায় আক্রান্ত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৭ই এপ্রিল ২০২০ ০৮:১৭ অপরাহ্ন
 শেরপুরে ২ চিকিৎসক ও এক পুলিশসহ করোনায় আক্রান্ত ৬

শেরপুরে ২ চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তাসহ করোনা ভাইরাসে আরও  ৬ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন।

আক্রান্তকৃতরা হলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ মেডিকেল অফিসার, ঝিনাইগাতী থানা পুলিশের এক কর্মকর্তা, জেলা সদর হাসপাতালের এক এ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের এক পিয়ন ও নারায়ণগঞ্জ ফেরত সদর উপজেলার ধলা ইউনিয়নের রসূলপুর গ্রামের এক যুবক। এদের সবাইকে স্থানীয় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় তাৎক্ষণিক নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থগিত করে লকডাউন, ঝিনাইগাতী থানায় বিশেষ ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের সংস্পর্শে থাকা প্রায় অর্ধশতাধিক লোককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৫ জনের মধ্যে ৮ জনই স্বাস্থ্য বিভাগের। অপর ৪ জন হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া, এ্যাম্বুলেন্স ড্রাইভার, স্টোরকিপার ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মী। তবে প্রথম আক্রান্ত ২ নারী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার শেরপুর থেকে করোনা সন্দেহে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে শুক্রবার রাত সাড়ে ৭টা পর্যন্ত দুই দফায় আসা ফলাফলে ওই ২ চিকিৎসক, পুলিশের এক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের আরও ২ জনসহ ৬ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া শুক্রবার জেলা থেকে আরও ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে।