প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১:৫১
কিশোরগঞ্জে আরও ১৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাত্র ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনায় আক্রান্ত হলেন।আক্রান্তদের মধ্যে ৪ জন ডাক্তার ও ২ জন পুলিশ সদস্য রয়েছেন। এর আগেও ৭ জন ডাক্তার ও ২ জন পুলিশ সদস্য আক্রান্ত হন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ৫২ জনে।আক্রান্তদের মধ্যে বাজিতপুর উপজেলায় ২ জন, কুলিয়ারচরে ৩, তাড়াইলে ২, অষ্টগ্রামে ১, মিঠামইনে ৩, কটিয়াদীতে ১, নিকলীতে ১ ও ভৈরব উপজেলায় ৫ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল।
ইনিউজ ৭১/ জি.হা