গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকারকে সেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে এএসআই কিশোরকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান। এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে বৃহস্পতিবার রাতে তার পিস্তলের গুলিতে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটে তা জানা যায়নি। ঘটনার পর থেকে এএসআই কিশোর পলাতক ছিলেন।