লকডাউন শেরপুর জেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই এপ্রিল ২০২০ ০১:৫৫ অপরাহ্ন
লকডাউন শেরপুর জেলা

করোনা পরিস্থিতির কারণে শেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে এ লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ কিংবা অন্য জেলায় গমণ করতে পারবেন না।

জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য ও কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া জনস্বার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারি করা সকল আদেশ বলবৎ থাকবে। লকডাউন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আনারকলি মাহবুব রাতে বলেন, জনস্বার্থে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক এ লকডডাউন আদেশ জারি করা হয়েছে।