প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১৬:২৭
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে মারা যাওয়া আলী আক্কাসের (৪৫) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনায় মারা যাওয়া আলী আক্কাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানের ছেলে। এ ঘটনায় তার বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, নোয়াখালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক ইতালি প্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইতালি প্রবাসীর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও করোনা পজিটিভ পাওয়া গেছে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
।