শেরপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৫ই এপ্রিল ২০২০ ০৪:৫৯ অপরাহ্ন
শেরপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা উপসর্গে শেরপুরে মোট চার জনের মৃত্যু হলো।  বুধবার (১৫ এপ্রিল) সকালে শেরপুর পৌরশহরের মধ্যচাপাতলী এলাকায় লুড্ডু মিয়া (৩০) নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।  তিনি গত তিনদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।  লুড্ডু মিয়া ওই এলাকার নৈশঃপ্রহরী গেন্দু মিয়ার ছেলে।

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ গণমাধ্যমকে জানান, রোববার থেকে জ্বর ও সর্দি শুরু হয় লুড্ডু মিয়ার। তবে গতরাতে শ্বাসকষ্ট শুরু হয়। পরে মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ নেয়ার পর অবস্থার অবনতি হলে ভোরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় তার। 

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, গতরাতে তার পরিবারের সদস্যরা ফোন দেয়ার পর প্রয়োাজনীয় ঔষধ সেবনের কথা বলা হয়েছে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। পরে হাসপাতালেই তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, এই ঘটনায় তার রিপোর্ট আসা পর্যন্ত তার বাড়ীসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।