প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ২২:৫৪
গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাথালিয়া একই গ্রামের ২যুবক করোনায় আক্রান্ত হয়েছে। জাথালিয়া কমিউনিটি ক্লিনিক থেকে ১০জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হলে, মোঃ আব্দুল মিয়ার ছেলে মোঃ রাসেল হোসেন (২০) এবং মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ আসলাম (২৮) নামে ২যুবকের করোনা পজেটিভ সনাক্ত হয়, তারা একই গ্রামের বাসিন্দা।
এবিষয়ে ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম বলেন, আক্রান্ত পরিবারের মাঝে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে এবং এই লক ডাউন চলা কালে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ জানান তিনি।