প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১৬:০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে ৭ বাংলাদেশির মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এরমধ্যে কুষ্টিয়া জেলার দুই প্রবাসী রয়েছেন। এরা হলেন বুলবুল আহমেদ (৪৩) এবং রুবাইতুন্নেসা (৬৭)।হাসপাতালের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান জানান, উভয়েই ব্রঙ্কসে বসবাস করতেন। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আজীবন সদস্য ওয়াজিউল্লাহ খোকন (৫৫)ও করোনায় মারা গেছেন বলে এসোসিয়েশনের সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ জানিয়েছেন হাসপাতালের উদ্ধৃতি দিয়ে।
নিউইয়র্কে বসবাসরত এম রহমান মুক্তা (৫৫) মঙ্গলবার রাত ৮টায় প্রেস-বাইটেরিয়েন হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান এ সংবাদদাতাকে জানান। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি এই মুক্তা ছিলেন রাজধানী ঢাকার নবাবগঞ্জের শাইনপুকুরের সন্তান।অপরদিকে, প্রবাসের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী বীনা মজুমদার একইদিন সকালে জ্যামাইকা হসপাতালে মারা গেছেন বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে সমাজ-সংগঠক মাজেদা এ উদ্দিন এ সংবাদদাতাকে জানান।