বরিশালে দু’জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই এপ্রিল ২০২০ ০৯:৩৩ পূর্বাহ্ন
বরিশালে দু’জনের করোনা শনাক্ত

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের একজনের বয়স ৫৫। অপর জনের বয়স ২৩ বছর। এদের মধ্যে একজনের বাড়ি মুলাদী উপজেলায় ও অপরজনের বাড়ি হিজলা উপজেলায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, রোববার (১২ এপ্রিল) বিকেলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫৫ বছর বয়স্ক ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।এছাড়া সোমবার (১৩ এপ্রিল) হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ বছরের ওই যুবকের নমুনা পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করা হলে তার শরীরেও করেনা ভাইরাস পজেটিভ আসে। বিযয়টি আমরা জেলা প্রশাসককে অবহিত করেছি।   

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রির্পোট পাওয়ার পরপরই ওই দু’জনের বাড়িসহ আশপাশের বাড়ি বিশেষ নজরদারির আওতায় আনা হযেছে। এছাড়া তাদের দু’জনের অবস্থান, কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তিনজন, আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

ইনিউজ ৭১/ জি.হা