গোপনে লাশ দাফন, গ্রাম লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে মার্চ ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ন
গোপনে লাশ দাফন, গ্রাম লকডাউন

সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর পর মানিকগঞ্জের ঘিওরে এক ব্যক্তিকে দাফন করায় উপজেলার একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

একই সঙ্গে ছয়টি বাড়ির ২৮ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। নিহতের ভাই আবদুল মালেক জানান, ঢাকার মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারে ক্যাশিয়ার পদে চাকরি করতেন আলমগীর হোসেন (৪৯)।

সপ্তাহখানেক আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এরপর থেকে তিনি বাসাতেই ছিলেন। মঙ্গলবার রাতে হঠাত্ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ভোর ৪টার দিকে লাশ বাইলজুরি গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হয়।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, পরিবারের সদস্যরা অনেকটা গোপনীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করেছেন। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত শোনেন। মৃত ব্যক্তির উপসর্গের সঙ্গে করোনা ভাইরাস উপসর্গের মিল রয়েছে। এ কারণে বাড়তি সতর্কতার জন্য ঐ পরিবারসহ আশপাশের ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টাইন এবং পুরো বাইলজুরি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, লকডাউন ঘোষণার পর পুরো এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ছয়টি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার স্টিকার লাগিয়ে দেওয়া হবে। গ্রামে মোতায়েন করা হবে পুলিশও।