মানিকগঞ্জে আজ আরো ৪৮ জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে অন্তর্ভুক্ত হলেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১৪ জন। গতকাল ৫০৪ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হোম কায়ারেন্টাইন থেকে ৩৮ ব্যক্তিকে অবমুক্তি দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ২৪৫ জন হোম কোয়ারেন্ট থেকে অবমুক্ত হয়েছেন।
করোনাভাইরাস আক্রান্ত নারী ও পুরুষের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পুরাতন ভবনে দোতলায় নারী ও পুরুষদের জন্য আলাদা ১৭ শয্যার আইসোলেশন ইউনিট এবং নবনির্মিত জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে ১শ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। বিদেশ ফেরত ব্যক্তিরা যাতে ১৪ দিন পর্যন্ত কারো সঙ্গে মেলামেশা করতে না পারে সেজন্য জেলা-উপজেলা ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা খোঁজখবর রাখছেন বলে জানান সিভিল সার্জন ডা. মোঃ আনোয়ারুল আমিন আখন্দ।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।