করোনা ভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে। মসজিদটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এ স্বগিতাদেশের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ও ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
দর্শনার্থী ও মুসুল্লীদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেইসাথে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন। উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতি ভাইরাসে ইতিমধ্যে বাংলাদেশে ১৪ জন আক্রান্ত ও ১জনের মৃত্যু হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।