
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

চীনের উহান শহর থেকে উদ্ভূত করোনা ভাইরাসের কোনো প্রতিশোধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। যার ফলে ভাইরাসটির সংক্রামণ ঠেকাতে মাস্ক ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা।এদিকে, মহামারি আকার ধারণ করা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মাস্ক কিনতে হুমড়ি খেয়ে পড়েছে চীনা নাগরিকরা। যার ফলে মাস্কের সংকট দেখা দিয়েছে গোটা চীন জুড়ে।
অন্যদিকে, চীনের এক পুরুষের মুখে নারীর স্যানিটারি ন্যাপকিন পরার ভিডিও ভাইরাল হয়েছে। বাজারে মুখোশ না পাওয়া যাওয়ায় করোনাভাইরাস থেকে বাঁচতে বাধ্য হয়েই তিনি এই পদ্ধতি বেছে নিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার রোববার (২৬ জানুয়ারি) ওই ব্যক্তির বক্তব্যসহ ভিডিও প্রকাশ করে। পরে ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্যানিটারি ন্যাপকিন দিয়ে মুখ ঢেকেছেন। তিনি কেন এটি পরেছেন তা আরেক ব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, আমি নিশ্চয়ই চাইবো না, আমি অসুস্থ হই। করোনা ভাইরাস যেন আক্রান্ত করতে না পারে এজন্য পরেছি। তিনি বলেন, শহরে মাস্ক ফুরিয়ে গেছে। এজন্য জরুরী ব্যবস্থা হিসেবে এটি ব্যবহার করছি।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহের দুইদিনে প্রায় আট কোটি মাস্ক বিক্রি করেছে ই-কমার্স সাইট তাওবাও। আরেক ই-কমার্স সাইট জেডি ডটকম জানুয়ারির ১৯ থেকে ২২ তারিখের মধ্যে ১২ কোটি ৬০ লাখ পিস মাস্ক বিক্রি করেছে।মাস্কের প্রয়োজনীয়তা উপলব্ধি করে চীনা সরকার মাস্ক উৎপাদন করা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে বলছে।

ইনিউজ ৭১/এম.আর