
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ৪:৪৪

সামুদ্রিক মাছে কারখানার ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১১ মণ মাছ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর যাত্রাবাড়ী আড়তে শুক্রবার ভোরে অভিযানে চালিয়ে এসব মাজ জব্দ করা হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। দেশি মাছে কারখানার রং মিশিয়ে বিদেশি সামুদ্রিক মাছ বলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল বিক্রেতারা। দিনের পর দিন মানবদেহের জন্য ভয়ংকর ক্ষতিকর এ মাছ বাজারে বিক্রি করত বেশ কিছু আড়তদার।
এ ছাড়া পচা মাছে কারখানার ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির দায়ে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং কয়েকটি আড়ত থেকে মাছ জব্দ হয়। এ ছাড়া সরকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দুটি আড়ত সিলগালা করে দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব