
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০:১৩

খেলোয়াড়ি জীবনে যেমন আক্রমণাত্বক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন, তেমনি তার পরিচয় ছিল 'ডাক মাস্টার' হিসেবে। প্রতিপক্ষ বোলারকে তেঁড়েফুঁড়ে মারতে গিয়ে শূন্য রানে প্রায়ই ফিরতে হতো তাকে। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে এখন খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সেখানেও 'ডাকের ভুত' তাড়া করে ফিরছে শহিদ আফ্রিদিকে। আজ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই 'ডাক' মেরেছেন এই পাকিস্তানি হার্ডহিটার। সেইসঙ্গে নাম লিখিয়েছেন লজ্জার রেকর্ডে।
আফ্রিদি আজ ডাকের সেঞ্চুরি মেরে দিয়েছেন। তিনি ১৯৯৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্যারিবীয় যুবাদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথমবার শূন্য রানে আউট হন। এরপর থেকে ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে আরও ৯৯টি 'ডাক' যুক্ত হয়েছে। আজ হলো ১০০তম ডাক। আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি শূন্য রানে আউট হয়েছেন ৪৪বার। টেস্টে ডাক মেরেছেন ৬ বার, ওয়ানডেতে ৩০ বার এবং টি-টোয়েন্টিতে ৮বার। বাকীগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তবে আফ্রিদি একটা জায়গায় স্বস্তি পেতেই পারেন, তিনি তো সর্বোচ্চ ডাক মারা ক্রিকেটার নন!
পাকিস্তানি তারকার চেয়ে ডাক মারায় এগিয়ে আছেন আরও বিখ্যাত ক্রিকেটাররা। টেস্টে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ক্যারিবিয়ান কিংবদন্তি, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের (৪৩টি)। ওয়ানডেতে এই রেকর্ড 'মাতারা হারিক্যান' খ্যাত লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়ার (৩০)। আর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০বার শূন্য রানে আউট হয়েছেন তিনজন- তিলকরত্নে দিলশান, উমর আকমল এবং কেভিন ও'ব্রায়েন। আফ্রিদি সবচেয়ে বেশি ৬৮ বার শূন্য রানে আউট হয়েছেন ক্যাচ দিয়ে। এছাড়া বোল্ড হয়ে ২২বার, এলবিডব্লু হয়ে ৬ বার এবং ৪ বার হয়েছেন রান-আউট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব