
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪
চাঁদুপরের শাহরাস্তি উপজেলায় ঠিকাদারীর আড়ালে ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক সম্রাট আলী হোসেন। দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণাঞ্চল শোরসাক-চেড়িয়ারা এলাকায় আলী হোসেনের নেতৃত্বে গড়ে উঠেছে ইয়াবাসহ মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। আর আলী হোসেনের ইয়াবার ছোবলে ধ্বংস হচ্ছে এলাকার উঠতি বয়সের কিশোররা।
স্থানীয়রা জানায়, আলী হোসেনের মাদকের নেটওয়ার্কের কাছে অসহায় প্রশাসন। তার ভয়ে এলাকায় কেউ মুখ খোলারও সাহস পায়না। এমনকি তার পরিবারও জিম্মি তার কাছে।
স্থানীয়দের অভিযোগ, অদৃশ্য ক্ষমতাবলে আলী হোসেন সিন্ডিকেট গত কয়েক বছর ধরে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ও ইয়াবার জাল বিস্তার করছে শাহরাস্তিসহ পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ পর্যন্ত। তার এই চক্রে প্রায় অর্ধশতাধিক মাদকসেবী ও মাদকপাচারকারি জড়িত রয়েছে বলেও জানায় স্থানীয়রা।
জানা যায়, শাহরাস্তির সদরের ব্যস্ততম এলাকা দোয়াভাঙ্গা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জমুখী এই সড়কটিকে মাদক পাচারের নিরাপদ রুট মনে করছে মাদক ব্যবসায়ী আলী হোসেন। প্রতিদিন এই সড়ক দিয়েই ইয়াবা, হিরোইনসহ বিভিন্ন ধরনের মাদক পাচার করছে এই সিন্ডেকেট। এদিকে, রাত গভীর হওয়ার সাথে সাথে এই সিন্ডিকেটের সদস্যরা অবস্থান নেয় সড়কের বিভিন্ন স্পটে। নির্দিষ্ট পথ দুরত্বে একে অপরের হাত বদল করে পাচার করছে মাদক। বিনিময়ে কোন কোন সদস্যদের দিয়ে থাকে বাড়তি কমিশন।
অনুসন্ধানে জানা যায়, একাধীক নারীর সাথেও রয়েছে আলী হোসেনের অবৈধ সম্পর্ক। আর ওইসব নারীদের দিয়ে মাদক বেচাকেনার মহিলা উইং তৈরী করেছে আলী হোসেন। যাদের দিয়ে মাদক পাচার আরও নিরাপদ বলে মনে করে এই সিন্ডিকেট প্রধান আলী হোসেন।

এদিকে, গত কয়েকমাস আগে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় আলী হোসেন। কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে আবারও জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়।
শাহরাস্তি উপজেলার ১৩নং সুচিপাড়া (উত্তর) ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের জমদ্দার বাড়ির আব্দুল ওহাবের মেঝো ছেলে আলী হোসেন। নেশার জালে বন্ধি আলী হোসেন গত দুই যুগ ধরে এলাকায় বেসরকারিভাবে ঠিকাদারী করে আসলেও তার আড়ালে গাঁজা, হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছে। দিনের বেলায় ঠিকাদারি নিয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় তার মাদক পাচার ও কেনাবেচা। এছাড়া, এলাকায় চোরের সর্দার হিসেবেও পরিচিত আলী। সুযোগ বুঝে বিভিন্ন গ্রামে মধ্যরাতে চুরি করে থাকে আলী সিন্ডিকেট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব