
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ৪:২

এমন বল কেউ কখনও দেখেনি। দেখে সন্দেহ জাগতে পারে সবারই। এক ওভারে একটি বল ছিল ওয়াইড, আরেকটি ছিল নো বল। যা দেখলে কেউই বিশ্বাস করবে না পেশাদার ক্রিকেটে এমনও বল হয়? যা ইতোমধ্যে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি বিপিএল শুরুর ম্যাচে। সকল বিতর্ককে পেছনে ফেলে মাঠে গড়িয়েছে বিপিএল। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে দ্বিতীয় ওভারে দুটি ডেলিভারিতে সবাইকে অবাক করেছেন ক্রিসমার স্যান্টোকি। ওয়েস্ট ইন্ডিজের এ পেসার বিশাল দুটি ওয়াইড ও নো বল করেছেন

ইনিউজ ৭১/টি.টি. রাকিব