
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ৩:৪

মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে মঙ্গলবার সকাল থেকে শ্বশুর বাড়িতে আত্মহত্যার দড়ি হাতে অবস্থান নিয়েছেন এক নববধূ। জানা যায়, স্থানীয় মন্দিরের পুরোহিতের মাধ্যমে ২০১৯ সালের অক্টোবর মাসে ঈশিতা মণ্ডল (১৮) এর বিয়ে হয় প্রেমিক সুজিত বিশ্বাস (৩০) এর সঙ্গে। ঈশিতার ভাষ্য, প্রেমিকরূপী সুজিত তাকে নিয়ে একের পর এক প্রতারণার আশ্রয় নিলে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকার বাড়িতেই অবস্থান নিয়েছেন তিনি। এ কারণে বধূসাজেই উঠে পড়েছেন প্রেমিকের বাড়িতে। আত্মাহুতির জন্য এক গাছি দড়িও ঈশিতা শ্বশুরবাড়িতে তার সঙ্গে নিয়ে এসেছেন।
সুজিতের চাচা তারাপদ জানান, এ বিয়ের বিষয় তাদের সম্মতি ছিল না। তাই ভাইকে ত্যাজ্য করা হয়েছে।
অপর দিকে ঈশিতা পিতা পংকজ মন্ডল জানান, তার মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে ও ঘর ছাড়া করা হয়েছে। এছাড়া শ্বশুর বাড়িতে অবস্থানরত কন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় কৌশলে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। তবে ঈশিতা মণ্ডল রাতে শ্বশুর বাড়ির দরজায় অবস্থান করছিল বলে জানান স্থানীয়রা।
এ বিষয় ঈশিতা মণ্ডল জানান, স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবেন। তাই সঙ্গে রেখেছেন ফাঁসের দড়ি। এই নববধূকে দেখতে শত শত নারী- পুরুষ ভীড় করছেন ওই বাড়িতে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব