
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০১৯, ২:৭

বিনামূল্যে অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়ানো ভর্তি কোচিং ওয়েসিস ফাউন্ডেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির সুযোগ পেয়েছে এক শিক্ষার্থী। সফলতা অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে ওয়েসিস ফাউন্ডেশন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন মাতিন।
ভর্তির সুযোগ পাওয়া ওই শিক্ষার্থী রিফা ফারিয়া। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। রিফার বাসা রাজশাহী বিশ^বিদ্যালয়ের কাজলা এলাকায়।
সংগঠনটির সভাপতি আরেফিন মেহেদী বলেন, ‘আমাদের সংগঠন শিক্ষাবান্ধব, কল্যাণকর ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। শিক্ষাবান্ধব কার্যক্রম এর অংশ হিসেবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে সহায়তা করে থাকে। এ কার্যক্রম শুরুর প্রথম বছরেই রিফা ফারিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়েসিস ফাউন্ডেশন এর শাখা চালু করার পরিকল্পনা আছে। আশা করি তা দ্রুত বাস্তবায়ন হবে।’ এসময় অস্বচ্ছল শিক্ষার্থীরকে সহায়তা নিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
ওয়েসিস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওই শিক্ষার্তী বলেন, চান্স পাওয়ার পেছনে ভাইয়াদের অনেক অবদান আছে। বিনা পারিশ্রমিকে তারা অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে। এজন্যই আমি চান্স পেয়েছি। ভর্তি হতে পেরেছি। এই সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।
এসময় উপস্থিত ছিলেন ওয়েসিস ফাউন্ডেশন এর সহ-সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

প্রসঙ্গত, ‘শিক্ষায় সেবায় মানবতায়, সমাজ গড়বো দৃঢ়তায়’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের পড়ানোর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়েসিস ফাউন্ডেশন’ ২০১৯০-২০ শিক্ষাবর্ষে বিনামূল্যে পড়ানোর মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে ১৫ সেপ্টেম্বর।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব