
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ২১:৩৫

প্রেমপত্র লেখার দায়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। আজকাল পত্রিকা জানায়, দুই ছাত্রকে স্কুলের বেঞ্চের সঙ্গে হাত-পা বেঁধে শাস্তি দেয়া হয়েছে। এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সে এক মেয়েকে প্রেমপত্র লিখেছে। আরেকজনকে শাস্তি দেয়া হয় চুরির অভিযোগে।
কিন্তু ক্লাসরুমে ঢুকে অভিভাবকেরা কীভাবে এই কাজ করল তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষিকা। এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার দাবিও তোলেন। এদিকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব