
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ১:৪৩

সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়ার পর এবার বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডের রয়েল রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সঞ্জয় চন্দ্র। সংবাদ সম্মেলনে পংকজ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তোলা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব