
প্রকাশ: ২ নভেম্বর ২০১৯, ৪:৪৬

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে জোর করে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে দেয়ায় ৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্সটিটিউটের অধ্যয়নরত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা তাকে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছেন শিক্ষকরা। পরে রাত ৯ টায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন অধ্যক্ষ ফরিদউদ্দিন আহম্মেদ।
অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদ বলেন, তারা কথিত ছাত্রলীগের নেতাকর্মী। তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে। তারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের থেকে চাঁদা নেয়। এই ধরনের অনেক অভিযোগ আসে তার কাছে। শিক্ষার্থীরা টাকা না দিলে তাদের মারধরের হুমকি দেয়। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের কোন নিয়ম-কানুন তোয়াক্কা করে না। ক্লাস করে না, পরীক্ষা দেয় না। ক্লাস থেকে শিক্ষার্থীদের ধরে বিভিন্ন মিছিল-মিটিং এ নিয়ে যায়।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় অধ্যক্ষ নিজেই বাদি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব