
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ২১:৫২

সাকিব আল হাসানের ওপর আইসিসি’র নিষেধাজ্ঞা নিয়ে আগে থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছু জানতেন না বলে যে দাবি করেছেন তা সত্য নয় বলে মনে করেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ ইস্যুতে পাপনের ‘দ্বৈত’ ভূমিকার কঠোর সমালোচনাও করেছেন তিনি। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় মঙ্গলবার বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এর মধ্যে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব