
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ৩:১২

জয়পুরহাটে ছাগীর মতোই পাঁঠাও দুধ দিচ্ছে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে জেলার পাঁচবিবি উপজেলায়। বিশেষজ্ঞরা একে ‘বিরল ঘটনা’ মনে করছেন। পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান বাজারের বাসিন্দা লাল বাবু সরকারের প্রজনন খামারের রয়েছে পাঁঠাটি। সেখানে দুধ দিচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার পর শত শত মানুষ পাঁঠাটি দেখতে ভিড় জমাচ্ছে।
খামারের মালিক লাল বাবু সরকার (৪৫) সংবাদমাধ্যমকে বলেন, সম্প্রতি খামারের একটি পাঁঠার শারীরিক পরিবর্তন দেখা যায়। ছাগীর পাঁঠাটির মতো স্তন বড় হয়। একদিন হঠাৎ পাঁঠার স্তন থেকে দুধ বের হয়। সেটি এখনো অব্যাহত আছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব