বিশ্বকাপ খেলে আসার পর বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা সত্যিই খুব খারাপ। মাঠের ভেতর এবং বাইরের পারফরম্যান্স যাচ্ছেতাই। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ দল বিধ্বস্ত হয়ে এসেছে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ টেস্টের নবীন সদস্য আফগানিস্তানের কাছেও হেরে বসেছে ২২৪ রানের বিশাল ব্যবধানে।
অথচ, পয়া ভেন্যু হিসেবে পরিচিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকেই আফগানিস্তান টেস্টের জন্য বেছে নিয়েছিল বিসিবি। ওই মাঠে বাংলাদেশের সাফল্য বেশি, সে কারণে জয়ের নিশ্চয়তা পেতেই আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজন করেছিল বিসিবি। কিন্তু হলো তার উল্টোটা। আফগানিস্তানের সামনে অভিজ্ঞ দল বাংলাদেশ দাঁড়াতেই পারো। কোনো একটি সেশনেও সম্ভব হয়নি রশিদ খানের দলকে পেছনে ফেলা। বরং, পুরো ৫দিনই দাপটের সঙ্গে খেলে গৌরবময় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
ওই টেস্ট ম্যাচটি হারের পর চারদিকেই প্রশ্ন উঠেছিল, কেন এভাবে একটি নতুন দেশের কাছে হারতে হলো বাংলাদেশকে? অনেকেই দাবি তুলেছিলেন, পোস্ট মর্টেম করার জন্য। তবে এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যে তথ্য জানালেন, তা রীতিমত ভয়ঙ্কর। শুধু তাই নয়, বিসিবি বিগ বস দাবি করলেন, আফগানিস্তানের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ দলকে খেলালেও বাংলাদেশ জিততো। অথচ, সাকিবের নেতৃত্বাধীন জাতীয় দল জিততে পারলো না। এটা বিস্ময়কর।
বাংলাদেশের জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র সঙ্গে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আফগানিস্তান টেস্ট নিয়ে বলেন, ‘বিশ্বাস করুন, আমার মনে হয় অনূর্ধ্ব-১৯ দল দিয়ে খেলালেও আফগানিস্তানের সঙ্গে টেস্ট জিততে পারতাম। আফগানিস্তানের সঙ্গে আমরা হারব, তাও বাংলাদেশে! বড় বড় দেশও আমাদের এখানে এসে পারে না।’
পাপনের দাবি, আফগানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানই উইকেট বাছাই করেছেন। তাদের তৈরি করা উকেটে খেলেননি সাকিব। তিনি বলেন, ‘আমাদের যা যা পরিকল্পনা ছিল, সব উল্টে দিল কে? কেন? এটার জবাব খুঁজতে গিয়ে আমি যেন বিরাট অন্যায় করে ফেলেছি। আমি জানতে চেয়েছি, যে উইকেট আমরা বানালাম, সেই উইকেটে খেলা হয়নি কেন? সাকিব বলেছে এটা বাজে উইকেট। কিন্তু অন্যরা বলেছে, সাকিব নিজেই নাকি বল করে উইকেট বাছাই করেছে। যাকেই জিজ্ঞেস করি, বলে সাকিব এই উইকেটে খেলতে চেয়েছে। এখন ও যদি সিদ্ধান্ত নেয় তাহলে খেলা শেষে ও-ই কেন বলল, বাজে উইকেট!’ মুশফিককে দিয়ে ওপেনিং করানো সম্পর্কেও বিসিবি কিছু জানতো না দাবি করেন পাপন। একই সঙ্গে ওই হার নিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই তদন্ত কমিটি করেই নাকি খেলোয়াড়দের রোষানলে পড়েছেন।