
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩৮

ভোলার লালমোহনে গত এক বছর আগে এক মোটরসাইকেল চালককে দুই সন্তানের সামনে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতন করার ভিডিও ফেসবুকে নতুন করে ভাইরাল হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কালমা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি নির্যাতনকারী হাসানকে (৪০) পুলিশ গ্রেপ্তার করে। এর পরপরই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। এদিকে জসিমকে (৩৫) নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় উঠে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের কোনো এক সময়ের হতে পারে। তবে নির্যাতনকারীকে ভিন্ন একটি মামলায় রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব