
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ২১:১৮

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) দেওয়া তথ্য থেকে জানা গেছে, ভারতে নারীদের জন্য সবচেয়ে অসুরক্ষিত হলো পুনের শেল্টার হোম। আর পুনের ঠিক পরেই রয়েছে মুম্বাইয়ের নাম। এনসিআরবি-র রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৭ সালে পুনের শেলটার হোমে যৌন হেনস্তার ২৬টি ঘটনা ঘটেছে। অন্যদিকে, মুম্বাইয়ের হোমে এমন ঘটনা হয়েছে ২৪টি।
এক্ষেত্রে রাজ্য হিসেবে সবার ওপরে রয়েছে উত্তরপ্রদেশ (৫,৮৩০)। দ্বিতীয় অবস্থানে মধ্যপ্রদেশ (২,৯৮৫) ও তিনে রয়েছে মহারাষ্ট্র (২,৯১০)। মুম্বাইয়ে অধিকাংশ যৌন হেনস্তার ঘটনা ঘটেছে পাবলিক প্লেস, বাগান ও আবাসন এলাকায়। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে দিল্লি (২৫)। এরপরই যথাক্রমে আসছে হায়দরাবাদ (২৪), পুনে (১৪), মুম্বাই (১২) ও বেঙ্গালুরু (৭)-র নাম। সূত্র : এই সময়

ইনিউজ ৭১/টি.টি. রাকিব