
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১:৫৮

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু গরুপাচার রুখতে বিশেষ নজর দিতে চলেছে ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের বরাতে এবিপি আনন্দ জানিয়েছে, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে একটি অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশে রমরমিয়ে গরু পাচারের বেআইনি কারবার চলছে। তাতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্বরাও যুক্ত বলে উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব