
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ৩:৭

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার ক্যাসিনোর টাকার ভাগ পেতেন ‘ভিআইপিরা’। প্রতিমাসে ব্যাগভর্তি টাকা থেকে সম্রাটের কার্যালয় থেকে বের হতেন প্রভাবশালী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। রাজনৈতিক নেতা নামধারী অনেকেই সম্রাটের দফতরে হাজির হতেন জুয়ার টাকার ভাগ নিতে। প্রতি মাসে ব্যাগভর্তি করে জুয়ার টাকা নিয়ে তারা বেরিয়ে যেতেন। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজেও এর প্রমাণ রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতা ছাড়াও টাকার ভাগ পেতেন পল্টন, মতিঝিল ও ফকিরাপুল এলাকার প্রভাবশালীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব