
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ৫:১

টিভিতে সাক্ষাৎকার দেওয়ায় গাইবান্ধায় এক জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারপিট করার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের নুরুল আমিনের ছেলে রাসেল মিয়া (২৭), একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোনয়ারুল ইসলাম (২৮) ও আজাহার উদ্দিনের ছেলে অনু মিয়া (৩৫)।
তিনি ওই সাক্ষাতকারে বলেছিলেন, ‘জাল যার জলাভূমি তার’ এই শ্লোগান এখন পরিবর্তন হয়েছে। এখন ‘ক্ষমতা যার জলা তার’। তিনি কেন এই সাক্ষাতকার দিয়েছেন। এই কারণে গত শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দইহারা গ্রামের শাহিন মিয়া ও তার কয়েকজন সহযোগী সম্ভু হাওলাদারকে নিজ বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী কোচাশহর বাজারে নিয়ে যায়। পরে সেখানে তাকে রড় দিয়ে মারপিট করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব